সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

Did paper with abdul baten

তারিখ : ০৫ / ০৯ / ২০২৪ আমি মোঃ আশরাফুল আলম রনি , পিতা : মরহুম আজিজুর রহমান , মাতা : মোসাঃ সাইলা বেগম , ঠিকানা : ১২৯ , আমবাগান , বোয়ালিয়া , সেনানিবাস - ৬২০২ , রাজশাহী , বাংলাদেশ । এই মর্মে মোঃ আব্দুল বাতেন , পিতা : মরহুম মোজাহার আলী , মাতা : মোসাঃ নুরজাহান বেগম ; ঠিকানা : বালিয়াডাঙ্গা , এয়ারপোর্ট থানা , পবা , রাজশাহী , বাংলাদেশ । উনাকে দুই লক্ষ বাংলাদেশী টাকা প্রদান করিলাম ব্যাবসার জন্য । এতে যা লাভ হবে তা আমরা ভাগাভাগি করে নিবো । আমি দুই লক্ষ বাংলাদেশী টাকা বুঝিয়া দিলাম । মোঃ আশরাফুল আলম রনি মোঃ আব্দুল বাতেন স্বাক্ষর স্বাক্ষর মোঃ বাতেন ভাই দুই লক্ষ বাংলাদেশী টাকা বুঝিয়া পাইলো । মোঃ আশরাফুল আলম রনি মোঃ আব্দুল বাতেন স্বাক্ষর স্বাক্ষর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন