সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

Open letter

প্রিয় ......... প্রথমে আমার শুভেচ্ছা নিবেন । সামনাসামনি হলে অবশ্যই রজনীগন্ধা বা গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাতাম । কিন্তু চিঠিতে তো তা সম্ভব নয় । সেজন্য ছোট করে একটি গোলাপ একে দিলাম । আশা করি আপনি ভালো আছেন । আপনি নিশ্চয় অবাক হচ্ছেন আমি কে ? আমি পরিচয় দেই তবু আপনি আমাকে চিনবেন না । আপনাকে চিঠি লিখছি কারণ আপনার লেখা চিঠি পড়ে আমার ভালো লেগেছে । চিঠিটা অবশ্য আমাকে লেখা না , অন্য একজনকে লেখা । ঘটনাক্রমে আমি চিঠিটি পড়ে ফেলি ! আমি আপনাকে চিঠি লিখছি বলে অবাক হচ্ছেন না তো । বিরক্ত হওয়ারই কথা , আমি আপনার মতো সুন্দর করে গুছিয়ে চিঠি লিখতে পারছি না ! তাও কষ্ট করে চিঠিটা দয়া করে পড়বেন । অবশ্য কিছুক্ষনের মধ্যেই আপনি এই বিরক্তি হতে মুক্তি পাবেন । আপনাদের খুলনায় আমার খুব যাওয়ার ইচ্ছা করে । কিন্তু যাওয়া হয় না , দু দু 'বার মিস করেছি ! আর লেখার কিছু খুঁজে পাচ্ছি না । এই চিঠিতে আপনাকে আমার ঠিকানা দেবো না ! তবে সেল নম্বর দিলাম রহস্যবৃত করে ( পঞ্চম মৌলিক সংখ্যা ) ( দ্বিতীয় মৌলিক সংখ্যা ) ( তৃতীয় মৌলিক সংখ্যা ) ( রসের গোল্লা ) ( দ্বিতীয় মৌলিক সংখ্যা ) এটা চারবার ! সবশেষে আপনি ভালো থাকুন এই কামনায় সুদূর অন্য বিভাগ হতে । ইতি ??? ১৮ , ১৫ , ১৪ , ২৫ !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন